
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অনলাইন স্ট্রিমিং পরিষেবার জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু এ বাজারেও রমরমিয়ে টিঁকে রয়েছে ডিভিডি ভাড়ার দোকান! তাও আমেরিকায়। এই পুরনো দোকানের বাৎসরিক আয়ও বেশ ভালোই। ৪০ বছরের পুরনো দোকান ঘিরে বিস্ময়। কেন এই যুগেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি ওই পুরনো ডিভিডি ভাড়ার দোকানটির?
১৯৮৪ সালে হ্যাভারহিল সাফোকে কলিন রিচার্ডস তাঁর ভিডিও-র দোকান টিভিএল অলস্টার খুলেছিলেন। প্রাথমিকভাবে এই দোকানের ভিডিও টেপ ভাড়ায় দেওয়া হত। কিন্তু পরে, ডিভিডি ভাড়া দেওয়া হয়ে থাকে। রিচার্ডসের মতে, তাঁর দোকানের একটি অনুগত গ্রাহক সংখ্যা রয়েছে। যাঁরা ৪০ বছর ধরে দোকানট শ্রীবৃদ্ধিতে সহায়তা করেছেন। সময়ের নিরিখে এটি ইতিমধ্যেই, আমেরিকার জনপ্রিয় ডিভিডি ভাড়ার সংস্থা ব্লকবাস্টার'কে পরাজিত করেছে। ব্লকব্লাস্টার ২০১৩ সালে বন্ধ হয়ে গিয়েছিল।
নিউ ইয়র্ক পোস্টকে রিচার্ডস জানিয়েছেন, তিনি ভেবে ছিলেন তাঁর মাত্র বছর পাঁচেক চলবে। কিন্তু সেই ভাবনা ভুল ছিল। তবে যখন স্কাই, নেটফ্লিক্স বাজারে আসে, তখন রচার্ড আর ভয় পাননি। কারণ ততদিনে টিভিএল অলস্টার বাজারে তার ভিত শক্ত করে ফেলেছিল। পরে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি জনপ্রিয়তা পেতে শুরু করলে, রিচার্ডস তার ব্যবসায় বৈচিত্র্য আনার সিদ্ধান্ত নেন৷ ডিভিডি ভাড়া করা ছাড়াও, তাঁর দোকানে এখন খারাপ হয়ে যাওয়া ডিস্ক মেরামত করা হয়। চলে প্রিন্টিং পরিষেবাও৷ ফলে হ্যাভারহিলের অনেক বাসিন্দাদের জন্যই টিভিএল অলস্টারের জনপ্রিয়তা এখনও অটুট।
রিচার্ডসের ব্যাখ্যা, 'আমি এখানে ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। এখন আমি অবসর নিলেও, দোকানে প্রতিদিন আসি। এই দোকান আমার জীবনীশক্তি ফুরতে দেয়নি। আমি এতে খুশি। অনেক লোক আসে এবং প্রতিদিন আমাদের দেখে হয়। আমরা এখনও কাজের চ্যালেঞ্জ সামলাচ্ছি। আমরা এখনও লোকেদের সাহায্য করছি।"
দুই সন্তানের বাবা আরও জানান যে, অনেক বয়স্ক মানুষ তাদের নাতি-নাতনিকে দোকানে নিয়ে আসেন ঐতিহ্য়ের সঙ্গে পরিচয় করাতে। নতুন প্রজন্মের স্ট্রিমিং পরিষেবা সম্পর্কে রিচার্ডস বলেন, "অবশ্যই লোকেদের বাড়িতে স্ট্রিমিং পরিষেবা রয়েছে, কিন্তু পার্থক্য হল যখন কেই দোকানে আসেন এবং সিনেমার জন্য ডিভিডি বাছাই করে বাড়িতে নিয়ে যান তখন তিনি চলচ্চিত্রের প্রতি অনুগত। লাইভ স্ট্রিমিংয়ে অনেকেই বিভ্রান্ত হয়।"
৭১ বছর বয়সী রিচার্ডস জানান, তাঁর সংগ্রেহে থাকা ফরেস্ট গাম্প সিনেমা ডিভিডি সর্বাধিক জনপ্রিয়, যা ২০০০ বারের বেশি ভাড়া নেওয়া হয়েছে। বর্তমানে, রিচার্জড এক সপ্তাহের জন্য ডিভিডি ভাড়া নেন ২.৫০ মার্কিন ডলার। ভারতীয় অর্থে যার মূল্য ২৫০ টাকা।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল